BREAKING

Monday, 8 August 2022

উদয়নারায়ণপুরের খিলা থেকে উদ্ধার হল একটি কচ্ছপ


নিজেস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া: হাওড়া জেলার উদয়নারায়নপুর থানার অন্তর্গত খিলা এলাকায় একটি কচ্ছপ পুকুর থেকে উঠে রাস্তায় চলে আসে একটি কচ্ছপ। আর তা দেখতে পায় ওই এলাকার দুই যুবক কিরণময় পারাল ও দিপঙ্কর বাগ। তারা কচ্ছপটিকে রাস্তায় দেখে সেখান থেকে তুলে রাখে নিজেদের কাছে। আর এরপর তারা যোগাযোগ করে শিক্ষক ও পরিবেশকর্মী কুমার কৃষ্ণ মুখার্জির সঙ্গে। পরে ওই দুই যুবক পরিবেশ কর্মীর হাতে তুলে দেয় ওই কচ্ছপটিকে।

পরে পরিবেশকর্মী কুমার কৃষ্ণ মুখার্জী জানান কচ্ছপ উদ্ধারের ঘটনায় তিনি খুব খুশী। যেভাবে গ্রামে গঞ্জে কচ্ছপকে বাঁচানোর জন্য মানুষ সচেষ্ট হয়েছে তাতে তিনি খুব আনন্দিত।