BREAKING

Monday, 8 August 2022

দিঘা যাওয়ার পথে, বাগনানে পথ দুর্ঘটনায় আহত ৪০ জন


নিজেস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া: সোমবার ভোর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হল প্রায় ৪০ জন। ঘটনাটি ঘটেছে ১৬ নম্বর জাতীয় সড়কের কাছে বাগনানের চন্দ্রপুরের কাছে। জানা গেছে গত রবিবার রাতে নদিয়ার রানাঘাট থেকে একটি ৭০ জনের দল বাসে করে যাচ্ছিল দিঘা। কিন্তু ১৬ নম্বর জাতীয় সড়কের বাগনানে কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ওই বাসটি।

এদিকে এঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগনান ট্রাফিক গার্ড ও বাগনান থানার পুলিশ। তারাই আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় বাগনান গ্রামীণ হাসপাতালে। কিন্তু সেখান থেকে প্রায় ৩০ জনকে পাঠানো হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। পরে সেখান থেকে তিন জনকে আশঙ্কা জনক অবস্থায় পাঠানো হয় কলকাতায় চিকিৎসার জন্য। হাসপাতাল সূত্রে খবর, উলুবেড়িয়া হাসপাতালে বর্তমানে ৪ জন শিশু ও ১৩ জন মহিলা সহ মোট ২৭ জন ভর্তি আছে।

এদিকে এঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় ১৬ নম্বর জাতীয় সড়কে। পরে দুর্ঘটনা গ্রস্থ গাড়িটিকে ক্রেনের সাহায্যে পুলিশ সরিয়ে নিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে খবর।