BREAKING

Monday, 8 August 2022

অচিন্ত্যের পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যের মন্ত্রী মনোজ তিওয়ারি


নিজেস্ব প্রতিনিধি, হাওড়া: বার্মিংহাম কমনওয়েলথ গেমসে সোনা জয়ী পাঁচলার দেউলপুরের অচিন্ত্য শিউলির বাড়িতে গেলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী মনোজ তিওয়ারি। রবিবার তিনি পাঁচলার অচিন্ত্যের বাড়ি যান। কথা বলেন, অচিন্ত্যের মা পূর্ণিমা শিউলি ও দাদা আলোক শিউলির সঙ্গে। দীর্ঘক্ষণ তাদের মধ্যে চলে আলোচনা।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয় মন্ত্রী মনোজ তিওয়ারি। এদিন তিনি বলেন অচিন্ত্য আমাদের গর্ব। সে ভারতের জন্য এনে দিয়েছে সোনা। ওর দাদা দমকলের অস্থায়ী কর্মচারী। যাতে তা দ্রুত স্থায়ী করা যায় সে বিষয়ে কথা বলবো।

এদিকে এদিন অচিন্ত্যের মা পূর্ণিমা দেবী বলেন, ওনার সঙ্গে কথা হয়েছে। উনি যদি ছেলের চাকরিটা স্থায়ী করে দেবার ব্যাবস্থা করেন তাহলে আমাদের দিন আনা দিন খাওয়া সংসারে একটু সুরাহা ফিরবে।

পাশাপাশি এদিন অচিন্ত্যের দাদা আলোক বলেন, কথা হয়েছে। আশ্বাস দিয়েছেন, এখন দেখার কি হয়। পরে অচিন্ত্যের বাড়ি থেকে ক্রীড়ামন্ত্রী মনোজ তিওয়ারি যান অচিন্ত্যের কোচ অষ্টম দাসের বাড়িও। ঘুরে দেখেন অচিন্ত্যের প্রশিক্ষণের জায়গাটিও।