BREAKING

Saturday, 20 August 2022

জন্মাষ্টমীর শোভাযাত্রায় রঘুদেবপুরে বিজেপি রাজ্যে সভাপতি সুকান্ত মজুমদার


নিজেস্ব প্রতিবেদন, উলুবেড়িয়া: জন্মাষ্টমী উপলক্ষ্যে শনিবার রঘুদেবপুরের পাঁচলা মোড়ে উপস্থিত হলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী মহোৎসব সমারোহ কমিটির উদ্যোগে পালিত হয় এক শোভাযাত্রা। আর সেই শোভাযাত্রাতেই উপস্থিত হন বিজেপির রাজ্য সভাপতি। এদিন তিনি উপস্থিত হয়ে জন্মাষ্টমীর শোভাযাত্রায় পা মেলায়। এদিন রাজাপুরের রঘুদেবপুর থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে শেষ হয় বাউড়িয়ার বুড়িখালীতে।

যেখানে নাচ, গান, রণপায়ের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় এই বর্ণাঢ্য শোভাযাত্রা। এদিকে এদিনের এই শোভাযাত্রায় উপস্থিত থেকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাংবাদিকদের করা অনুব্রত প্রশ্নে বলেন, অনুব্রত মন্ডল অনেক বড় মাপের নেতা তার ওয়েব সিরিজ অনেক বড়। যা দেখা যাচ্ছে এটা প্রথম বা দ্বিতীয় এপিসোড মাত্র। এদিকে এদিনের এই শোভাযাত্রাকে কেন্দ্র করে পুলিশী নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো।