BREAKING

Monday, 22 August 2022

উলুবেড়িয়ার পানপুরে ওষুধের দোকানে দুঃসাহসিক চুরি


নিজেস্ব সংবাদদাতা, উলুবেড়িয়া: ঔষধ দোকানের শাটার ও জানালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো উলুবেড়িয়া পানপুর মোড়ের বর্মন মেডিকেলে। জানা গেছে ঘটনাটি ঘটেছে সোমবার ভোর রাতে। এদিন সকালে দোকানের মালিক খবর পেয়ে এসে দেখে ভাঙা রয়েছে দোকানের  শাটার ও তালা। আর এঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরে ঘটনাস্থলে এসে পৌঁছায় উলুবেড়িয়া থানার পুলিশ। পাশাপাশি ইতিমধ্যে সামনে এসেছে গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ। আর তা দেখে পুলিশের মনে হয়, ভোর দুটো তিরিশ মিনিটের পর করা হয় এই ঘটনা।


আর এই বিষয়েই এদিন বর্মন মেডিকেলের মালিক বলেন, প্রথমে ওষুধ দোকানের শাটার ভেঙে এবং পাশে ডাক্তার চেম্বারে ঢুকে আলমারি ভেঙ্গে নগদ আশি হাজার টাকা সহ বেশ কিছু মেডিকেলের সরঞ্জাম চুরি করে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। পাশাপাশি ওই ওষুধের দোকান থেকে কি চুরি গেছে তা দোকানের শাটার খুলতে না পারায় দোকানের মালিক এখনো জানতে পারেননি বলে জানান তিনি। ইতিমধ্যে ঘটনার সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে উলুবেরিয়া থানার পুলিশ।