BREAKING

Wednesday, 4 May 2022

"ঈদের" দিন আনিসের পরিবারের সঙ্গে দেখা করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ও ভাঙ্গরের বিধায়ক নওশাদ সিদ্দিকী


নিজেস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া: গত কয়েক মাস আগেই খুন হন আমতার প্রতিবাদী ছাত্র নেতা আনিস খাঁন। তার মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে তদন্ত করছে রাজ্য সরকারের বিশেষ তদন্তকরি দল সিট। আর এই ঘটনা অনেকদিন কেটে যাবার পরও এখনো সামনে আসেনি আনিস হত্যার প্রকৃত সত্য। তাই আনিস হত্যা তদন্তে সিট নয় সিবিআই চেয়ে বারবার সরব হয়েছে বিরোধীরা। আর এরই মাঝে ঈদের দিন মঙ্গলবার সকাল ১০.৩০ মিনিট নাগাদ আনিসের আমতার সারদার বাড়িতে যান সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, কথা বলেন আনিসের বাবা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে।

এদিন সেলিমের সঙ্গে আনিসের বাড়িতে যান সিপিএম নেতা শতরূপ ঘোষ, ছিলেন ভাঙ্গরের বিধায়ক নওশাদ সিদ্দিকী, সহ সিপিআইএম হাওড়া জেলা সম্পাদক দিলীপ ঘোষ।