ডেস্ক রিপোর্ট, অজানা বাংলা: আজ অর্থাৎ বুধবার দক্ষিণ আন্দামান সাগরে সৃষ্টি হবে একটি ঘূর্ণাবর্ত। বৃহস্পতিবার তা শক্তি সঞ্চয় করে পরিণত হবে গভীর নিম্নচাপে। পরে সেই নিম্নচাপ ক্রমশই এগোবে দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরের দিকে। আর এই গতিপথেই তা আরও শক্তি সঞ্চয় করে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ের।
আর যদি এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে তার নাম হবে 'আসিনী' আর এই নাম শ্রীলঙ্কার দেওয়া। আর এর পরেই সেই ঘূর্ণিঝড় এগোবে উত্তর বঙ্গোপসাগরের দিকে। অর্থাৎ ওড়িশা, বাংলা ও বাংলাদেশ উপকূলের দিকে। আর তার জেরেই আগামী সপ্তাহে ব্যাপক প্রভাব পড়তে পারে বাংলা ও ওড়িশা উপকূলে।
এদিকে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সমুদ্রে থাকা মৎস্যজীবীদের দ্রুত ফিরে আসার জন্য বলা হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না আশা পর্যন্ত অন্ধ্র থেকে বাংলাদেশ উপকূল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এদিকে এই ঘূর্ণিঝড় যদি বাংলা উপকূলের মধ্যে দিয়ে বয়ে যায় তা হলে তার প্রভাব পড়তে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, কলকাতা, ঝাড়গ্রাম ও হুগলিতে।