ডেস্ক রিপোর্ট: গত কাল বুধবার আন্দামান সাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। আর আন্দামান সাগরে তৈরি হওয়া সেই ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে। শুধু তাই নয় তা ক্রমেই বাড়িয়েই চলেছে শক্তি। আর তা ক্রমেই অগ্রসর হচ্ছে দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরের দিকে।
এদিকে আগামী ২-৩ দিনের মধ্যেই তা পরিণত হতে পারে ঘূর্ণিঝড় 'অশনি'-তে। যা বাংলা এবং ওড়িশা উপকূলে আছড়ে পড়বে বলে আবহাওয়া দফতরের আশঙ্কা। ইতিমধ্যে এই দুই রাজ্যে হলুদ সতর্কতা জারি করেছে প্রশাসন। পাশাপাশি উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।