BREAKING

Tuesday, 3 May 2022

ঈদের দিনে বাড়ি বাড়ি গিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন পৌরপিতা সেখ হাফিজুর রহমান (বাপি)


ওয়েব ডেস্ক :- গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পৌরপিতা হলেন সেখ হাফিজুর রহমান। যাকে এলাকার মানুষজন বাপি নামেই চেনে। আর এই ওয়ার্ডের ঘরের ছেলে সেখ হাফিজুর রহমান সবসময় এই ওয়ার্ডের মানুষের বিপদে আপদে তাদের পাশে রয়েছেন। ঈদের আগে এই ওয়ার্ডের পৌরপিতা সেখ হাফিজুর রহমান (বাপি) এলাকার দুঃস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে তাদের হাতে তুলে দিয়েছেন নতুন বস্ত্র। আর আজ পবিত্র ঈদের দিনে তিনি তার ওয়ার্ডের বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের ঈদের শুভেচ্ছা জানালেন। তিনি তার ওয়ার্ডের মানুষদের সাথে ভাগ করে নিলেন ঈদের খুশি। পাশাপাশি এলাকার মানুষদের কাছ থেকে তাদের অভাব অভিযোগের কথাও শুনলেন তিনি। ঈদের দিনে এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য এলাকার মানুষদের শান্তি বজায় রাখার বার্তাও দিলেন পৌরপিতা সেখ হাফিজুর রহমান (বাপি)। ঈদের দিনে তাদের বাড়িতে কাউন্সিলারকে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি এই ওয়ার্ডের বাসিন্দারা।