BREAKING

Tuesday, 3 May 2022

Alert: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, প্রভাব পড়বে বাংলার এই জেলা গুলিতে


ডেস্ক রিপোর্ট, অজানা বাংলা: আবারও বাংলার দিকে ধেয়ে আসতে চলেছে ঘূর্ণিঝড়। গত কয়েক দিন ধরে এমনি খবর শোনা যাচ্ছে বিভিন্ন সংবাদমাধ্যম জুড়ে। হ্যাঁ ঠিকই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে তেমনি জানানো হয়েছে।

জানা গেছে আগামী ৫ ই মে আন্দামান সাগরে সৃষ্টি হতে চলেছে একটি ঘূর্ণাবর্ত। যা আগামী ৬ তারিখ পরিণত হবে নিম্নচাপে। ওই দিনই তা বঙ্গোপসাগরে প্রবেশ করে আরও শক্তি সঞ্চয় করে পরিণত হবে ঘূর্ণিঝড়ে।

আর প্রাথমিক ভাবে সেই শক্তিশালী ঘূর্ণিঝড়ের অভিমুখ ওড়িশার দিকে হলেও। পরে তার গতিপথ থাকবে বাংলা ও বাংলাদেশ উপকূলের দিকে। ফলে আগামী ১০ অথবা ১১ ই মে তা আছড়ে পড়তে পারে স্থলভাগে। এমনটাই অভিমত আবহাওয়াবিদদের। কিন্তু এই ঘূর্ণিঝড়ের গতিবেগ সম্পর্কে এখনো পর্যন্ত জানা গেছে স্থলভাগে এই ঝড় আছড়ে পড়ার সময় তার গতিবেগ থাকবে ঘন্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার।

আর এই ঘূর্ণিঝড় যদি বাংলা ও বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ে তাহলে তার ব্যাপক প্রভাব পড়তে পারে, দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রামের কিছু অংশ ও নদিয়ার কিছু অংশে। এদিকে ২০২০ সালের ২০ শে মে আমফানের স্মৃতি এখনো ভোলেনি বাংলা। এরই মাঝে নতুন করে এই ঘূর্ণিঝড়ের অশনি সঙ্কেত ভাবিয়ে তুলেছে বঙ্গবাসীকে।