ডেস্ক রিপোর্ট, অজানা বাংলা: গত কয়েক দিনের টানা গরমের পর গত শনিবার কলকাতা সহ পার্শ্ববর্তী জেলা গুলোতে দেখা মেলে মরসুমের প্রথম কালবৈশাখী। সাথে প্রবল বৃষ্টি, তার পুনরাবৃত্তি হয় রবিবার রাতের দিকেও। আর সেই কালবৈশাখী ও বৃষ্টির কারণে এখন দক্ষিণবঙ্গে নেই কোন তাপপ্রবাহ।
এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আগামী ৪৮ ঘন্টায় রাজ্যে তাপপ্রবাহের পূর্বাভাস নেই বলে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আরও জানা গেছে আজ মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদীয়া, দুই বর্ধমান ও মুর্শিদাবাদে সন্ধ্যার পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সাথে ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া।