BREAKING

Monday, 2 May 2022

ঈদের আগে উলুবেড়িয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শিক্ষক নির্মল কুমার যাদব এর উদ্যোগে দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ


ওয়েব ডেস্ক  :-  দীর্ঘ একমাস রমজানের পর আগামী মঙ্গলবার দেশের পাশাপাশি গোটা রাজ্য জুড়ে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদ উৎসব। আর এই খুশির ঈদে দুঃস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে উদ্যোগী হলেন উলুবেড়িয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শিক্ষক নির্মল কুমার যাদব। রবিবার পৌরপিতা শিক্ষক নির্মল কুমার যাদব এর উদ্যোগে ঈদের আগে দুস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র। এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়  বাউড়িয়ার ৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পাঁচলাইনে। এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের হাওড়া গ্রামীণের সহ-সভাপতি বেনু কুমার সেন। পাশাপাশি উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের সহ-সভাপতি কাজী আতিবর রহমান, উলুবেড়িয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শিক্ষক নির্মল কুমার যাদব সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী ও সমর্থকরা। ঈদের আগে নতুন বস্ত্র পেয়ে স্বাভাবিকভাবেই খুশি এলাকার সাধারণ মানুষজন।