BREAKING

Monday, 2 May 2022

বেলকুলাই শ্রীরামকৃষ্ণ মা সারদা সেবাশ্রমের উদ্যোগে অনুষ্ঠিত হলো "স্বামী বিবেকানন্দ ভাবানুরাগী যুব সম্মেলন"


অভিজিৎ ব্যানার্জী, উলুবেড়িয়া: এলাকার যুবকদের কাছে স্বামী বিবেকানন্দের বাণী আরো বেশি করে পৌঁছে দিতে এক যুব সম্মেলন অনুষ্ঠিত করলো বেলকুলাই শ্রীরামকৃষ্ণ মা সারদা সেবাশ্রম। রবিবার তাদের উদ্যোগে ও দ্যা রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ ক্যালচার গোলপার্কের সহযোগিতায়। উলুবেড়িয়া-২ নম্বর ব্লকের ঘরভাঙ্গা বাসুদেবপুরে অবস্থিত বেলকুলাই শ্রীরামকৃষ্ণ মা সারদা সেবাশ্রমের আশ্রম প্রাঙ্গণেই অনুষ্ঠিত হয় এদিনের এই "স্বামী বিবেকানন্দ ভাবানুরাগী যুব সম্মেলন"।

আর এদিন পতাকা উত্তোলন করে এই যুব সম্মেলনের উদ্বোধন করেন স্বামী তত্বতীতানন্দজী মহারাজ (দ্যা রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ ক্যালচার গোলপার্ক)। পরে যুবকদের নিয়ে আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মূল অনুষ্ঠান। পাশাপাশি এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলকুলাই শ্রীরামকৃষ্ণ মা সারদা সেবাশ্রমের সম্পাদক দিলীপ সামন্ত, দুরদর্শন ও বেতার ক্ষেত সংগীত শিল্পী সমর মন্ডল সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এদিকে এদিনের এই যুব সম্মেলন থেকে স্বামী বিবেকানান্দের নানান বাণী ও তার ভাবধারা নিয়ে আলোচনা করেন সম্মেলনে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গরা।