রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: সারা রাজ্যের পাশাপাশি আসানসোলেও পালিত হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মদিনের অনুষ্ঠান। সোমবার আসানসোল পুরনিগমের উদ্যোগে সকালে পালিত হল শত কন্ঠে রবীন্দ্রনথ। অন্যদিকে আসানসোলের কয়েকটি সেচ্ছাসেবি সংস্থার উদ্যোগে পালিত হল রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান।
এদিন আসানসোল পুরসভা সামনে থেকে ও আসানসোল চিত্রা থেকে দুটি আলাদা বর্ণাঢ্য প্রভাতফেরি এসে মিলিত হয় আসানসোল রবীন্দ্র ভবনের সামনে। আর সেখানেই কবিগুরুর আবক্ষমূর্তিতে মাল্যদান করেন বিশিষ্ট জনেরা।
আর এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পৌরনীগমের মেয়র বিধান উপাধ্যায়, সহকারী মেয়র অভিজিত ঘটক, ওয়াসিমুল হক, ও আসানসোল পুরনিগমের কাউনসিলাররা। পাশাপাশি এদিনের এই বর্নাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন আসানসোলের আপামোর রবীন্দ্র প্রেমী মানুষ।এদিকে এদিন আসানসোল রবীন্দ্র ভবনে প্রায় একশো জন শিল্পী মিলে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করে।পাসাপাসি রবীন্দ্রনাথের চিত্র ভাস্কর্য ফুটিয়ে তোলা হয়।
আর এই প্রসঙ্গেই এদিন আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় বলেন, আমরা প্রভাতফেরি, মাল্যদান সহ নানা অনুষ্ঠানের মাধ্যমে পালন করছি বিশ্ব কবির জন্মদিন। পাশাপাশি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আসানসোলে অনেক মহাপুরুষের মূর্তি আছে। পৌর নিগমের পাশাপাশি তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব সাধারণ মানুষেরও। অন্যদিকে তিনি বলেন, পরিস্কার ও সুন্দর আসানসোলই তাদের পরিষেবার অন্যতম দিক