নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা: গত কয়েক দিন ধরেই পূবালী হাওয়া ও পশ্চিমী ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে ক্রমশ বারছিলো তাপমাত্রার পারদ। পাশাপাশি পশ্চিমী ঘূর্ণাবর্ত ও পূবালী হাওয়া এই দুইয়ের কারণে রাজ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিলো আলিপুর আবহাওয়া দপ্তর।
এদিকে গতকাল বৃহস্পতিবার বিকালে পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় আকাশ ছিল মেঘলা। পাশাপাশি আজ শুক্রবার সকাল থেকেই রাজ্যের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে হালকা ঝির ঝিরে বৃষ্টি। জানা গেছে আজ দক্ষিণবঙ্গের কলকাতা ও লাগোয়া হুগলী, হাওড়া, দুই ২৪ পরগণায় ইতিমধ্যে শুরু হয়েছে হালকা বৃষ্টি।
এদিকে বৃষ্টির সঙ্গে কোন কোন জেলায় বইছে ঝড়ো বাতাসও। অন্যদিকে জানা গেছে আজ অর্থাৎ শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলা বাঁকুড়া, পুরুলিয়ার একাংশ, ঝাড়গ্রাম, ও পশ্চিম মেদিনীপুরে।