নিজেস্ব প্রতিবেদন, উলুবেড়িয়া: আনিস খান কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। এঘটনায় রাজ্য সরকারের নির্দেশে ইতিমধ্যে তদন্তের দায়িত্ব নিয়েছে সিট। পাশাপাশি এঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার হয়েছে এক সিভিক পুলিশ ও এক হোমগার্ড।
আর সেই কাণ্ডে জড়িতদের অভিলম্বে গ্রেপ্তার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার উলুবেড়িয়ার রাজাপুর থানার সামনে বিক্ষোভ দেখালো বামপন্থী ছাত্র, যুব সংগঠন এসএফআই ও ডিওয়াইএফআইয়ের কর্মীরা।
আর এদিনের এই অবস্থান থেকে বিক্ষোভরত এসএফআই ও ডিওয়াইএফআই কর্মীরা এঘটনায় যুক্ত প্রত্যেককে গ্রেপ্তারের দাবিতে সরব হয়। আর এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম উলুবেড়িয়া-২ নম্বর এরিয়া কমিটির সম্পাদক সুগম ব্যানার্জী। পাশাপাশি এদিনের এই স্মারকলিপি ও বিক্ষোব কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উলুবেড়িয়া-২ নম্বর ব্লক কমিটির ডিওয়াইএফআই নেতা সাম্য পাড়ুই, মহিলা নেত্রী সঞ্জুরা খাতুন সহ অন্যান্য নেতৃত্ব।
আর এদিন রাজাপুর থানার সামনে এই স্মারকলিপি ও বিক্ষোভ কর্মসূচি থেকে যুব নেতা সাম্য পাড়ুই বলেন, প্রথমে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল এঘটনায় পুলিশ যুক্ত নয়। কিন্তু পরে দেখা গেছে এঘটনায় দুই জন পুলিশ কর্মী গ্রেপ্তার হয়েছে। পাশাপাশি তারা পুলিশ বা সিট না সিবিআই তদন্তের দাবি জানায় তারা।