নিজেস্ব প্রতিবেদন, উলুবেড়িয়া: আমতার সারদা দক্ষিণ খাঁ পাড়া গ্রামের বাসিন্দা তথা ছাত্র নেতা আনিস খান হত্যার ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। আনিস হত্যার তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে আনিসের পরিবারের পাশে দাঁড়িয়েছে বহু রাজনৈতিক দল।
আর এবার আজ বৃহস্পতিবার ফ্র্যাটারনিটি মুভমেন্ট এর তরফ থেকে একটি প্রতিনিধি দল গিয়ে দেখা করলো আনিস খানের পরিবারের সঙ্গে। পাশাপাশি তারা কথা বলেন আনিস খানের বাবার সঙ্গে। আর এদিনের এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ফ্র্যাটারনিটি মুভমেন্টের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আবু জাফর মোল্লা, রাজ্য সাধারণ সম্পাদক শেখ মুজাহিদ রহমান সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ।
এদিকে আনিস খান খুনের তদন্ত শুরু করেছে সিট। পাশাপাশি এঘটনায় জড়িত থাকার জেরে আমতা থানার এক সিভিক ভোলেন্টিয়ার ও এক হোমগার্ডকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু সিটের সেই তদণ্ডে আশ্বাস রাখতে পারছেনা আনিসের পরিবার। তারা সিবিআই তদন্তের দাবিতে অনর।
এদিকে সিবিআই তদন্তের দাবীতে আনিসের পরিবারের মতকে সমর্থন জানিয়েছে ফ্র্যাটারনিটি মুভমেন্টের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আবু জাফর মোল্লা। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার কেটুয়াপোলে এমনি বলেন। পাশাপাশি তিনি আরও বলেন, আনিসের মৃত্যুর পিছনে দায়ী পুলিশ। তাই প্রকৃত অপরাধীদের অভিলম্বে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে। অন্যদিকে তিনি বলেন, শুধুমাত্র একজন সিভিক পুলিশ ও একজন হোমগার্ডকে গ্রেপ্তার করলে হবেনা। এঘটনায় জড়িত প্রকৃত অপরাধীকে অভিলম্বে শাস্তি দিতে হবে বলে জানান তিনি।