BREAKING

Thursday, 24 February 2022

আনিস খুনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বালি থানায় বিক্ষোভ SFI / DYFI এর


নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা, হাওড়ার বালি: ছাত্র নেতা আনিস খানের হত্যায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যাবস্থা ও এঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজ্য জুড়ে আজ বৃহস্পতিবার থানায় থানায় বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় বামপন্থী ছাত্র, যুব, মহিলা সংগঠনের কর্মীরা।

আর তারই অঙ্গ হিসাবে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় হাওড়ার বালি থানায় বিক্ষোভ দেখায় বাম কর্মী সমর্থকেরা। এদিন কয়েকশো বাম কর্মী সমর্থক একত্রিত হয়ে বিক্ষোভ দেখতে থাকে বালি থানার সামনে। যেখানে আনিসের মৃত্যুর পিছনে পুলিশ জড়িত বলে স্লোগান তুলতে থাকে বিক্ষোভকারীরা। এদিকে এদিনের এই থানা ঘেরাও কর্মসূচি উপলক্ষে থানা চত্বরে পুলিশী নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো।

আর এদিনের এই বিক্ষোভ থেকে আনিস খান হত্যায় পুলিশের বিরুদ্ধে স্লোগান তোলে বিক্ষোভরত বাম কর্মী সমর্থকেরা। মূলত এসএফআই, ডিওয়াইএফআই বালি বেলুড় লোকাল কমিটির উদ্যোগে সংঘটিত হয় এদিনের এই বিক্ষোভ কর্মসূচি।