নিজেস্ব প্রতিনিধি: প্রয়াত জননেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন ঘোষ এর স্মরণ সভা অনুষ্ঠিত হল রবিবার। এদিন গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া লকগেটে প্রয়াত জননেতা রবীন ঘোষের মূর্তির পাদদেশে অনুষ্ঠিত হয় এক স্মৃতিচারণ অনুষ্ঠান। এদিকে এদিনের এই স্মরণ সভা অনুষ্ঠানের আগে উলুবেড়িয়া স্টেশন রোডে অবস্থিত ফরওয়ার্ড ব্লকের দলীয় কার্যালয় নানু ঘোষ ভবন থেকে শুরু হয় এক মৌন মিছিল। যা গিয়ে শেষ হয় উলুবেড়িয়া লকগেটে।
আর এদিনের এই মৌন মিছিল ও স্মৃতি চরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন ঘোষ স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক মতিয়ার রহমান মল্লিক, ছিলেন ফরওয়ার্ড ব্লক রাজ্য কমিটির সদস্য শেখ কুতুব উদ্দিন আহমেদ, ফরওয়ার্ড ব্লক হাওড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার জগন্নাথ ভট্টাচার্য, ফরওয়ার্ড ব্লক উলুবেড়িয়া পূর্ব লোকাল কমিটির সম্পাদক হবিবর রহমান, ফরওয়ার্ড ব্লক উলুবেড়িয়া দক্ষিণ লোকাল কমিটির সম্পাদক জামিউস শরিয়াত মল্লিক, সভাপতি নারান মহান্তি সহ অন্যান্য নেতৃত্ব। আর এদিনের এই অনুষ্ঠান থেকে প্রয়াত জননেতা রবীন ঘোষের স্মৃতি চরণ করেন অনুষ্ঠানে উপস্থিত ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব।