BREAKING

Saturday, 17 December 2022

উলুবেড়িয়া, শ্যামপুর রোডে পথ দুর্ঘটনায় মৃত এক, আহত তিন


নিজস্ব প্রতিনিধি: আবারও ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক জনের। ঘটনায় আহত হয়েছে তিন জন। জানা গেছে শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া শ্যামপুর রাজ্য সড়কের মোল্লার মোড়ের কাছে। আদিন বিকালে একটি যাত্রী বোঝাই অটো যখন উলুবেড়িয়ার দিক থেকে শ্যামপুরের ৫৮ গেটের দিকে যাচ্ছিল ঠিক তখনই উল্টো দিক থেকে আসা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ওই অটোটিকে। এঘটনায় বাইকে থাকা তিন জন ছিটকে পড়ে যায় রাস্তায়। তাদের উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসার জন্য পাঠায় উলুবেড়িয়া হাসপাতালে।

কিন্তু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা এক জনকে মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি ঘটনায় অটোর চালক সহ বাইকের দুই আরোহী আহত অবস্থায় চিকিৎসা চলছে উলুবেড়িয়া মহুকুমা হাসপাতালে। জানা গেছে মৃত ওই যুবকের নাম শেখ রাইহান বয়স আনুমানিক ৩০ বছর। তার বাড়ি উলুবেড়িয়ার তপনা অঞ্চলের ফতেপুরে বলে জানা গেছে। এদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌছায় শ্যামপুর থানার পুলিশ। তারা দুর্ঘটনাগ্রস্থ বাইক ও অটোটিকে আটক করেছে বলে খবর।