BREAKING

Saturday, 17 December 2022

চেঙ্গাইলের কাছে রেল লাইনে বাঁক, চালকের তৎপরতায় এড়ালো দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদন: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রী বোঝাই একটি লোকাল ট্রেন, জানা যায় শনিবার সকাল এগারোটা নাগাদ ডাউন মেছেদা-হাওড়া লোকাল যাত্রী নিয়ে হাওড়ার দিকে ফেরার পথে হঠাৎই ফুলেশ্বর ও চেঙ্গাইল রেল স্টেশনের মাঝামাঝি এসে যাত্রী বোঝাই লোকাল ট্রেনটি দাড়িয়ে পড়ে। কারণ জানা যায়, যে ডাউন লাইনে ট্রেনটি আসছিল তার সামনে ওই লাইনের বেশ কিছুটা অংশ বেঁকে উঠে রয়েছে। আর তা বুঝতে পেরেই রেলের চালক ট্রেনটি থামিয়ে দেয়। ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরত্বে, ফলে চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ওই লোকাল ট্রেনের যাত্রীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেলের আধিকারিকরা।

এদিকে জানা যায় ওই লাইনে কাজ চলছিল। এবং ঘটনা ঘটার কিছুক্ষণ আগেই ওই লাইন দিয়ে ডাউন গেলপিন মেদিনীপুর হাওড়া লোকাল যায় বলে স্থানীয় সূত্রে খবর। আর তার পরেই ডাউন মেছেদা লোকাল যেতে গেলে ঘটে যায় বিপত্তি। এদিকে অফিস সময়ে ট্রেনটি মাঝ রাস্তায় দাড়িয়ে পড়ায় সমস্যায় পড়ে ওই ট্রেনে থাকা যাত্রীরা, বাধ্য হয়েই ট্রেনে থাকা যাত্রীরা রেল লাইন ধরে সামনের দিকে হেঁটে পরবর্তী স্টেশন চেঙ্গাইলে আসে, সেখান থেকে হাওড়া গ্রামী পড়ের ট্রেন ধরে গন্তব্যে পৌঁছয়।

এদিকে ঘটনাস্থলে রেলের লোক পৌঁছে দ্রুততার সঙ্গে মেরামত শুরু করে বেঁকে যাওয়া ওই লাইনটি। এবং দ্রুততার সঙ্গে মেরামত করে শুরু করে ওই লাইন দিয়ে ট্রেন চলাচল।