BREAKING

Thursday, 24 February 2022

ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়লো দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা

নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা, কলকাতা: পূবালী হাওয়া ও ঘূর্ণাবর্তের জেরে গত কয়েক দিন ধরেই রাজ্যে বাড়ছে তাপমাত্রার পারদ। আর তার জেরেই রাজ্যের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। আর এরই মধ্যে বৃহস্পতিবার সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে গেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা।

আর সেই কুয়াশার দাপট লক্ষ করা যাচ্ছে গ্রামীণ হাওড়ার বিভিন্ন এলাকার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লক্ষ করা গেছে ঘন কুয়াশার প্রাদুর্ভাব। এদিন সকাল থেকেই হাওড়া জুরে কুয়াশার কারণে কমেছে দৃশ্যমান্যতা। ফলে সমস্যা পড়েছে গাড়ির চালককেরা। দুর্ঘটনা এড়াতে গাড়ির হেড লাইট জ্বালিয়েই গাড়ি চালাচ্ছেন চালকেরা। জানা গেছে উলুবেড়িয়া শধু নয় ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে সমগ্ৰ হাওড়া শহর ও। অন্যদিকে কুয়াশার নেমেছে বাঁকুড়া, বীরভূম, কলকাতা, হুগলী, দক্ষিণ ২৪ পরগণা সহ একাধিক জেলায়।

আর এই কুয়াশার জেরে শহর ও শহরতলীর বিভিন্ন রাস্তায় গাড়ি ও অন্যান্য যানবাহন চলাচল করছে খুব শ্লথ গতিতে। পাশাপাশি লোকাল ট্রেন পরিসেবায় কিন্তু কোন প্রভাব পড়েনি বলে জানা গেছে।