অভিজিৎ ব্যানার্জী, উলুবেড়িয়া: আচার্য্য জগদীশ চন্দ্র বসুর মঙ্গলবার ১৬৪ তম জন্মদিন। আর ওনার এই জন্মদিন উপলক্ষে মঙ্গলবার ওনার স্মৃতি বিজড়িত উলুবেড়িয়ার ফুলেশ্বর কালসাবা বাংলোয় অনুষ্ঠিত হলো এক শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান। মূলত উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে আয়োজিত হয় এদিনের এই শ্রদ্ধাঘ্য নিবেদন অনুষ্ঠান। প্রসঙ্গত জীবনের বেশকিছুটা সময় হুগলী নদীর তীরে গ্রামীণ হাওড়ার এই বাগানবাড়িতে কাটিয়েছেন বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু।
আর এদিনের এই অনুষ্ঠান থেকে জগদীশ চন্দ্র বসুর স্মৃতি সৌধের সামনে ওনার প্রতিচ্ছবিতে মাল্যদান করে ওনাকে শ্রদ্ধা জানান উলুবেড়িয়া পৌর সভার মুখ্য প্রশাসক অভয় দাস। পাশাপাশি এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার প্রশাসক মণ্ডলীর অন্যতম সদস্য সেখ আকবর , ইনামুর রহমান, সহ আরো বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। ওনার প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি এদিন ফুলেশ্বর বাংলো সংলগ্ন এলাকায় বৃক্ষ রোপণও করা হয় উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে।