নিজেস্ব প্রতিবেদন, উলুবেড়িয়া: আনিস খান হত্যার পর থেকেই উত্তাল রাজ্য রাজনীতি। আনিস হত্যার তদন্ত ইতিমধ্যে হাতে নিয়েছে সিটের প্রতিনিধি দল।
আর এরই মাঝে আমতার সারদা দক্ষিণ খাঁ পাড়া গ্রামের ছেলে তথা ছাত্র নেতা আনিস খাঁন হত্যা কাণ্ডে গ্রেপ্তার হলেন আমতা থানার দুই পুলিশ কর্মী। সূত্র মারফত জানা গেছে এই দুই জন হলেন হোমগার্ড কাশীনাথ বেরা ও সিভিক ভোলেন্টিয়ার প্রীতম ভট্টাচার্য।