নিজেস্ব প্রতিনিধি, অজানা বাংলা : করোনা পরবর্তী সময় থেকে রাজ্যে বন্ধ স্কুল, কলেজ। আর সেই স্কুল, কলেজ খোলা নিয়ে রাজ্যে আন্দোলনে নেমেছিল একাধিক ছাত্র সংগঠন। এদিকে আগামী ৩ রা ফেব্রুয়ারি থেকে পশ্চিমবঙ্গে খুলতে চলেছে স্কুল, কলেজ। সোমবার এমনি ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন তিনি জানিয়েছেন, রাজ্যে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত খুলছে স্কুল। তবে পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পাড়ায় শিক্ষালয়ের মাধ্যমে ক্লাস হবে। শুধু স্কুল আর কলেজ নয় আগামী ৩ রা ফেব্রুয়ারি থেকে রাজ্যে বিশ্ববিদ্যালয়ও খুলে যাচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে কোভিড বিধি মেনেই রাজ্যের স্কুল, কলেজ গুলিতে ক্লাস হবে বলে জানিয়েছেন তিনি।