BREAKING

Monday, 31 January 2022

Metro Token : কাল থেকেই চালু হচ্ছে কলকাতা মেট্রোয়

নিজেস্ব প্রতিনিধি, অজানা বাংলা: আগামী কাল ১ লা ফেব্রুয়ারি থেকে কলকাতা মেট্রোয় চালু হচ্ছে টোকেন। প্রসঙ্গত কোভিড পরিস্থিতির পর থেকেই মেট্রো চলাচল করছে ৫০ শতাংশ যাত্রী নিয়ে। আর তাই মেট্রো ভিড় এড়াতে বন্ধ টোকেন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মেট্রো রেল কর্তৃপক্ষ। আর পরিবর্তে ভিড় এড়াতে স্মার্ট কার্ড চালু হয় মেট্রোয়। এদিকে জানা যাচ্ছে আগামী কাল মঙ্গলবার ১ লা ফেব্রুয়ারি থেকেই আবারও কলকাতা মেট্রোয় চালু হতে চলেছে টোকেন।

এদিকে টোকেন চালু হলে আগামী কাল থেকে আবারও অফিস টাইমে ভিড় বাড়তে পারে মেট্রোয়। তবে টোকেন চালু হলেও চালু থাকবে স্মার্ট কার্ড ব্যবহারও বলে খবর।