BREAKING

Monday, 31 January 2022

স্কুল কলেজ খোলার দাবিতে হাওড়া জেলা জুড়ে বিক্ষোভ এসএফআইয়ের

অভিজিৎ ব্যানার্জী, হাওড়া : কোভিড পরবর্তী পরিস্থিতি থেকে রাজ্যে বন্ধ স্কুল, কলেজ। মাঝে গত বছরের নভেম্বর মাসে কিছু দিনের জন্য স্কুল কলেজ চালু হলেও। কোভিডের তৃতীয় ঢেউয়ের জেরে রাজ্যে সরকারের জারি করা বিধি নিষেধের জেরে আবারও বন্ধ হয়ে যায় স্কুল, কলেজ। আর এরই মাঝে সরকারের পক্ষ থেকে শিথিল করা হয় কোভিডের একাধিক বিধি নিষেধ। খোলা হয় হোটেল, রেস্টুরেন্টে, পানশালা সহ শপিং মল, সিনেমা হল। কিন্তু তার পরেও বন্ধ রাজ্যের স্কুল, কলেজ।
আর সেই স্কুল, কলেজ খোলার কথা মুখ্যমন্ত্রী যে দিন ঘোষণা করলেন। সেই দিনও সোমবার রাজ্যের স্কুল, কলেজ খোলার দাবিতে হাওড়ার একাধিক জায়গায় বিক্ষোভ করলো বামপন্থী ছাত্র সংগঠন এস এফ আই।এ এদিন হাওড়ার বালির বেলুড় লালবাবা কলেজের সামনে স্কুল, কলেজ খোলার দাবিতে বিক্ষোভ ও পথ অবরোধে সামিল হয় এসএফআই কর্মীরা। অন্যদিকে এদিন ওই একই দাবিতে হাওড়ার নতুন রাস্তা অবরোধ করে এসএফআই কর্মীরা। যদিও প্রতি ক্ষেত্রে পুলিশ পৌঁছে তুলে দেয় অবরোধ। এদিকে এদিন গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়ার গরুহাটা মোড়ে স্কুল কলেজ খোলার দাবিতে বিক্ষোভ দেখায় এস এফ আই কর্মীরা। পাশাপাশি তারা পানশালা বন্ধ করে পাঠশালা খোলার দাবিতে স্লোগান দিতে থাকে।
যদিও এক্ষেত্রেও ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তুলে দেয় অবরোধ। তবে আন্দোলনরত ছাত্র ছাত্রীদের দাবি যখন সরকার পানশালা খুলে দিতে পাচ্ছে, তখন স্কুল, কলেজ বন্ধ কেন।