BREAKING

Monday, 31 January 2022

বীরভূমের কীর্নাহারে মধ্যপ পান অবস্থায় গালি গালাজের প্রতিবাদ করায় পিটিয়ে খুন, অভিযুক্তকে আটক পুলিশের

রোহিত সেখ , কীর্নাহার, বীরভূম : প্রকাশ্য রাস্তায় এক ব্যক্তিকে পিটিয়ে খুন ঘিরে চাঞ্চল্য ছড়ালো বীরভূমের কীর্নাহারে। জানা গেছে রবিবার বিকেলে বীরভূমের কীর্নাহার থানার কীর্নাহার মেলে পাড়ার বাসিন্দা রণঞ্জয় ঘোষ বয়স আনুমানিক ৫০ বছর। পেশায় সে একজন কাঠ ব্যবসায়ী। অভিযোগ কীর্নাহার - বোলপুর রাস্তার পাশে তার দোকানের কাছে গিরিধারী যশ নামের এক ব্যক্তি মদ্য পান করে অশ্রীল ভাষায় গালিগালাজ করছিল। আর তখনই ওই ব্যক্তি তার প্রতিবাদ করেন। আর এর পরেই কীর্নাহার - বোলপুর রাস্তার উপর গিরিধারী যশ নামের ওই ব্যক্তি শাবল দিয়ে হঠাৎই মাথায় মেরে দেয় রণঞ্জয় ঘোষের। আর এর পরেই ঘটনা স্থলে মৃত্যু হয় রনঞ্জয় ঘোষের। 
আর এঘটনার জেরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে পৌঁছায় কীর্নাহার থানার পুলিশ। তারাই মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদণ্ডের জন্য পাঠায় বোলপুর মহাকুমা হাসপাতালে। আর এর পরেই মূল অভিযুক্ত গিরিধারী যশকে আটক করে পুরো ঘটনার তদন্ড শুরু করেছে পুলিশ।
এদিকে মৃত ব্যক্তির দাদা ধনঞ্জয় ঘোষ বলেন, গিরিধারী যশ মদ্যপান অবস্থায় গালাগালি করছিল। আর তারই প্রতিবাদ করতে গেলে তার ভাইকে শাবল দিয়ে মাথায় মেরে দেয়। বেরিয়ে এসে দেখি সে রাস্তায় পড়ে আছে। তখন গিরিধারী যশ ভাইকে মেরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে।