BREAKING

Friday, 28 January 2022

Election Update : ১৪ ই ফেব্রুয়ারি, প্রেম দিবসে


নিজেস্ব প্রতিবেদন, কলকাতা : আগামী ১২ ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যের চার পৌর নিগমের নির্বাচন। এগুলি হলো শিলিগুড়ি, আসানসোল, বিধাননগর ও চন্দননগর। কিন্তু আগামী ১২ ই ফেব্রুয়ারি ওই চার পৌরসভার ভোট হওয়ার কথা। কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দিষ্ট করে ওই চার পৌরসভার ভোটের ফল প্রকাশের দিন স্পষ্ট করে কিছুই জানানো হয়নি। আর তা নিয়েই নানান প্রশ্ন তুলতে শুরু করে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল।

এদিকে ফল প্রকাশ নিয়ে যে ধোঁয়াশা ছিল তার অবসান হলো শুক্রবার। জানা গেছে শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে এক বিজ্ঞপ্তি। আর সূত্রের খবর তাতে কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী ১৪ ই ফেব্রুয়ারি ভোটের ফল প্রকাশ হবে। শিলিগুড়ি, আসানসোল, বিধাননগর ও চন্দননগর পৌরসভার ভোটের।