BREAKING

Saturday, 29 January 2022

সরস্বাতী পূজার সময়সূচি ২০২২, বিস্তারিত


নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা: আর কয়েকদিন পরেই অনুষ্ঠিত হতে চলেছে শিক্ষার দেবী সরস্বাতী পূজা। কিন্তু করোনার জেরে রাজ্যে বন্ধ স্কুল, কলেজ। ফলে বাগদেবীর আরাধনায় কিছুটা মন খারাপ ছাত্র ছাত্রীদের। কিন্তু এতো কিছুর মধ্যেও আগামী ৫ ই ফেব্রুয়ারি ২০২২, শনিবার অনুষ্ঠিত হতে চলেছে বাগদেবী সরস্বতীর আরাধনা।

শুধু যে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে অনুষ্ঠিত হবে এই পূজা তাই নয়। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, ক্লাবের পাশাপাশি বহু পরিবারে অনুষ্ঠিত হয় বাগদেবী সরস্বতীর পূজা। কিন্তু এবছর ২০২২ সালের কেমন রয়েছে সরস্বতী দেবীর পূজার সেই সময় সূচি। রইলো তার বিস্তারিত।

৫ ই ফেব্রুয়ারি ২০২২, বাংলার ২২ শে মাঘ ১৪২৮, শনিবার সকাল ৭ টা ৭ মিনিটে শুরু হবে শ্রী পঞ্চমী তিথী। যা চলবে ৬ ই ফেব্রুয়ারি ২০২২, বাংলার ২৩ শে মাঘ ১৪২৮ রবিবার সকাল ৭ টা ৯ মিনি পর্যন্ত। তাই এই সময় জুড়ে এবছর অনুষ্ঠিত হবে বাগদেবীর আরাধনা।