নিজেস্ব প্রতিবেদন, দক্ষিণ ২৪ পরগণা: রেল লাইনে বসে অনলাইনে গেম খেলছিল দুই বন্ধু। আর তাতেই ঘটে গেল মর্মান্তিক পরিণতি। ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো দুই বন্ধুর। শুক্রবার সকালে এমনি মর্মান্তিক ঘটনা ঘটেছে শিয়ালদহ দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর লাইনে। সূত্রের খবর এদিন সকালে রেল লাইন ধারে বসে মোবাইল ঘাঁটছিল দুই বন্ধু সৌরভ মারিক ও রেজাউল শেখ। আর সেই সময় এদিন সকালে আপ শিয়ালদহ - নামখানা লোকালের ধাক্কায় মৃত্যু হয় ওই দুই তরুণের।
তাদের দুজনের বাড়ি জয়নগর থানার বহুরু এলাকায় বলে জানা গেছে। পাশাপাশি মৃত তরুণ সৌরভ মারিক বারাসাতের ধ্রুবচাঁদ হালদার কলেজের ছাত্র বলেও জানা গেছে। তবে সূত্রের খবর অনলাইন গেমে মজে থাকার কারণে ট্রেনের হর্ন না শুনতে পাওয়ার কারণেই দুই তরুণের এমন মর্মান্তিক পরিণতি।
এদিকে এলাকার দুই তরুণের এহেন পরিণতিতে স্বাভাবিক ভাবেই শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়। এদিকে ঘটনার পরে এলাকায় পৌছায় রেল পুলিশ। তারাই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে বলে জানা গেছে।