BREAKING

Monday, 12 December 2022

একাধিক দাবিতে উলুবেড়িয়া পৌরসভা অভিযান CPIM-এর

নিজেস্ব প্রতিনিধি: সব গরীব মানুষকে আবাস যোজনার ঘর দিতে হবে। সব রাস্তায় এবং বাড়ীতে পানীয় জলের পাইপ লাইন সম্প্রসারনের কাজ শেষ করতে হবে। সহজে মিউটেশন করার ব্যবস্থা করতে হবে। নতুন করে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতা অভিলম্বে চালু করতে হবে। পৌর নাগরিকদের নিয়ে বেনিফিসারী কমিটি করে পৌর এলাকার কাজ করানোর দাবি সহ ১৫ দফা দাবিতে সোমবার উলুবেড়িয়া পৌরসভা অভিযান করলো সিপিআইএম। এদিন উলুবেড়িয়ার গরুহাটা মোড় থেকে মিছিল করে এসে উলুবেড়িয়া পৌরসভার সামনে জোর হয় সিপিআইএম কর্মীরা। পরে পৌরসভার গেটে এক বিক্ষোভ সভায় সামিল হয় সিপিএম কর্মী সমর্থকেরা।

আর সিপিএমের এদিনের এই বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচাৰ্য। ছিলেন সিপিআইএম হাওড়া জেলা সম্পাদক দিলিপ ঘোষ সহ অন্যান্য সিপিআইএম নেতৃত্ব। পাশাপাশি উপস্থিত ছিলেন বহু সিলিআইএম কর্মী সমর্থকেরা। পরে ওই একই দাবির ভিত্তিতে উলুবেড়িয়া পৌরসভায় এক স্মারকলিপি দেয় সিপিআইএম নেতৃত্ব।