নিজস্ব প্রতিনিধি: গত ১০-১১ ই ডিসেম্বর সারা ভারত ফরওয়ার্ড ব্লক পাঁচলা লোকাল কমিটির ১৯ তম সম্মেলন অনুষ্ঠিত হলো কমরেড সন্তোষ পল্লেনগর ও কংগ্রেস সুভাষ কোলে মঞ্চ ( হাঁকলা ইউসি হাই স্কুলে)। আর ফরওয়ার্ড ব্লক পাঁচলা লোকাল কমিটির ১৯ তম সম্মেলনের উদ্বোধন করেন ফরওয়ার্ড ব্লক বাংলা কমিটির সভাপতি গোবিন্দ রায়। পাশাপাশি সম্মেলনে উপস্থিত ছিলেন হাওড়া জেলা ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক ডঃ জগন্নাথ ভট্টাচার্য, ছিলেন তরুণ পাল। প্রায় ১৬০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন ফরওয়ার্ড ব্লক পাঁচলা লোকাল কমিটির ১৯ তম সম্মেলনে। যেখানে ২৫ জন প্রতিনিধি প্রতিবেদনের উপর বক্তব্য রাখেন।
জানা যাচ্ছে ফরওয়ার্ড ব্লক পাঁচলা লোকাল কমিটির ১৯ তম সম্মেলন শেষে নবনির্বাচিত সভাপতি নির্বাচিত হন শ্রী ঋষিকেশ পল্লে, সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন ফরিদ মোল্লা। পাশাপাশি নয় জনের সম্পাদক মন্ডলী ও ২৫ জনকে লোকাল কমিটি গঠিত হয় ১৯ তম সম্মেলনের মধ্যে দিয়ে। জানা যাচ্ছে আগামী পঞ্চায়েত নির্বাচনে লড়াই, দেশপ্রেমিক নেতাজি সুভাষ চন্দ্রের পথে সমাজ গড়ার লক্ষ্যে আন্দোলন কর্মসূচি গ্রহণ করা, কেন্দ্র ও রাজ্য সরকারের জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করা হবে কর্মসূচি। পাশাপাশি আবাস প্লাস যোজনায় যাতে প্রকৃত প্রাপকরা বঞ্চিত না হয় তার জন্য আন্দোলন সংঘটিত করা কর্মসূচি গ্রহণ করা হয় এদিনের এই সম্মেলন থেকে।