নিজস্ব প্রতিনিধি: আবাস যোজনার সার্ভের কাজে যুক্ত করা যাবেনা আশা ও আইসিডিএস কর্মীদের, এই কাজে হেনস্থা সহ একাধিক দাবিতে সোমবার উলুবেড়িয়া এক নম্বর ব্লক দপ্তরে বিক্ষোভে সামিল হল আইসিডিএস ও আশা কর্মীদের সংগঠন এদিন কয়েকশো আশা ও অঙ্গনওয়ারী কর্মীরা উলুবেড়িয়া স্টেশনের সামনে থেকে মিছিল করে জড়ো হয় উলুবেড়িয়া-১ নম্বর ব্লক দপ্তরের সামনে, সেখানে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখাতে থাকা দুই কর্মী সংগঠনের কর্মীরা।
পরে দুই কর্মী সংগঠনের পক্ষ থেকে উলুবেড়িয়া -১ নম্বর ব্লক দপ্তরের আধিকারিকের কাছে একাধিক দাবীর ভিত্তিতে একটি স্মারলিপি দেয়। আর এর পরে দুই সংগঠনের কর্মীরা মিছিল করে রহনা হয় উলুবেড়িয়া মহকুমা শাসকের দপ্তরের দিকে। পরে সেখানে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এবং সংগঠনের প্রতিনিধিদের একটি দল স্মারকলিপি দেন সংশ্লিষ্ট দপ্তরে যেখানে উপস্থিত ছিলেন আইসিডিএস ও আশা কর্মীদের একাধিক নেতৃত্ব।