BREAKING

Monday, 12 December 2022

বাউড়িয়া শিশু উদ্যানে উন্মোচন হল রাজ্যের প্রাক্তন প্রয়াত ডেপুটি স্পিকার হায়দার আজিজ সফির মূর্তি

নিজস্ব প্রতিনিধি: গত বছরই উলুবেরিয়া পৌরসভার পক্ষ থেকে উলুবেড়িয়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বাউরিয়ায় হুগলী নদীর তীরবর্তী এলাকায় তৈরি করা হয়েছিল একটি শিশু উদ্যান। যে পার্কের নাম দেয়া হয় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার হায়দার আজিজ সফির নামাঙ্কিত। আর সেই শিশু উদ্যানের এক বছর পর তার মৃত্যু বার্ষিকীতে উলুবেরিয়া পৌরসভার অন্তর্গত-৪ নম্বর ওয়ার্ডে বাউরিয়া শিশু উদ্যানের মধ্যে বসানো হলো রাজ্যের প্রয়াত প্রাক্তন মন্ত্রী তথা রাজ্যের প্রয়াত প্রাক্তন ডেপুটি স্পিকার হায়দার আজিজ শফির একটি আবক্ষ মূর্তির উন্মোচন করা হয়। আর এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়।

 পাশাপাশি এদিনের এই মূর্তি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইমানুর রহমান ছিলেন উলুবেড়িয়া পৌরসভার জল দপ্তরের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আকবর।  পাশাপাশি উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার অন্যতম সমাজসেবী বেনু কুমার সেন উপস্থিত ছিলেন পৌরসভার একাধিক ওয়ার্ডের কাউন্সিলর ও অন্যদিকে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন প্রয়াত মন্ত্রী তথা প্রাক্তন ডেপুটি স্পিকার হায়দার আজিজ সফির পরিবারের সদস্যরা।

এদিন তার মূর্তি উদ্বোধনের পর তার আবক্ষ মূর্তিতে মাল্য দান করেন রাজ্যের মন্ত্রী পুলক রায় সহ অন্যান্য ব্যক্তিরা। পাশাপাশি মাল্যদান করেন তার পরিবারের সদস্যরাও। পরে সফি সাহেবের স্মৃতি চারণ করেন রাজ্যের মন্ত্রী সহ অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।