নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার সন্ধ্যায় আমতার রসপুরে অনুষ্ঠিত দামোদর মেলা দেখে বাড়ি ফেরার সময় রসপুরে দামদরের উপর নির্মিত বাসের সেতু থেকে দামোদরের জলে পরে যায় এক যুবক। এবং দামদরের জলে আস্তে আস্তে তলিয়ে যায় ওই যুবক। পরে ঘটনার খবর শুনে ঘটনাস্থলে এসে পৌছায় আমতা ও জয়পুর থানার পুলিশ। তারা স্থানীয় মাঝিদের সহযোগিতায় দীর্ঘক্ষণ খোঁজ খুঁজি করে ওই যুবকের দেহ। কিন্তু রাত্রি হয়ে যাওয়ায় ব্যাহত হয় উদ্ধারকার্যে। পরে নামানো হয় ডিজাস্টার ম্যানেজমেন্ট দলকেও। অবশেষে বুধবার সকালে আমতায় দামোদর থেকে উদ্ধার হয় নিখোঁজ ওই যুবকের দেহ। এবং দেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ।
জানা যাচ্ছে দামোদর থেকে উদ্ধার হওয়া ওই যুবকের দেহ আমতার বিনলা কৃষ্ণবাটি নিশ্চিন্দ্দপুর এলাকায়। তার নাম তন্ময় দাস( ভুলো) বয়স আনুমানিক ২৮ বছর। এদিকে মৃত তন্ময়ের পরিবার সূত্রে জানা গেছে তন্ময়ের বাবা রামলাল দাস দীর্ঘদিন ধরেই অসুস্থ। মা, বাবা, দিদিকে নিয়ে ছিল তন্ময়ের সংসার। গত বছরই বিয়ে হয়ে যায় তার দিদির। বর্তমানে মা, বাবাকে নিয়ে থাকত সে। বাবা অসুস্থ হওয়ায় ওই পরিবারের একমাত্র রোজগারে ছিল তন্ময়। জানা যায় স্থানীয় একটি গেঞ্জি কারখানায় কাজ করে রুজিরুটি চালাচ্ছিল তন্ময়।
এদিকে এলাকার তরতাজা এক যুবকের এহেন পরিণতি যেন মানতে পারছেনা তন্ময়ের এলাকায় বাসিন্দারা। ইতিমধ্যে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।