BREAKING

Thursday, 15 December 2022

চেঙ্গাইলে উলু বনে হঠাৎ আগুন, ঘটনাস্থলে দমকল

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার দুপুর ১২ টা নাগাদ হঠাৎই আগুন লেগে যায় উলুবেড়িয়ার চেঙ্গাইল প্রেমচাঁদ জুট মিল সংলগ্ন এলাকার একটি উলু বনে। এদিকে শীতের দিন ও আগুনের ভয়াবহতার জেরে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা উলু বনে। এদিকে আগুন দেখতে পেয়ে প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাত দেয়। পরে আগুন লাগার খবর যায় দমকলে। এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে উলুবেড়িয়া থেকে এসে পৌছায় দমকলের দুটি গাড়ি। পরে দমকল কর্মীদের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে  আনেন দমকল কর্মীরা। তবে ঠিক কিভাবে ওই উলু বনে আগুন লাগলো তা এখনো কারোর জানা যায়নি।

এদিকে উলু বনে আগুন লাগার কারণে ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা, পাশাপাশি ওই এলাকাটি ঘিঞ্জি এলাকা হওয়ায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। যদিও তৎক্ষণাৎ ঘটনাস্থলে দমকল কর্মীরা পৌঁছে উলু বনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনেন।