BREAKING

Thursday, 15 December 2022

বাগনান দেউলগ্রাম শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে পালিত হল সারদার ১৭০ তম জন্মতিথির অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: শ্রী সারদা মায়ের ১৭০ তম জন্মদিন উপলক্ষ্যে বৃহস্পতিবার গ্রামীণ হাওড়ার বাগনান-১ নম্বর ব্লকের অন্তর্গত বাগনানের পারবাকসি দেউলগ্রাম শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে অনুষ্ঠিত হল শ্রী শ্রী সারদা মায়ের ১৭০ তম জন্মতিথি উপলক্ষ্যে এক বিশেষ অনুষ্ঠান। এদিন সকালে মঙ্গলারুটির মধ্যে দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান। পরে সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা মধ্যে দিয়ে চলে প্রভাতফেরি। যা গোটা এলাকায় ভ্রমণ করে। যেখানে আশ্রমের সদস্যদের পাশাপাশি এলাকার বহু মানুষ অংশগ্রহণ করে। পড়ে শুরু হয় মূল অনুষ্ঠান। যেখানে মা সারদার একাধিক বাণী পাঠ করেন মহারাজরা।

পাশাপাশি আশ্রম সূত্রে জানা যায়, মা সারদার ১৭০ তম জন্মদিন উপলক্ষে এদিন দুপুরে আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক অন্নকূট উৎসব। যেখানে প্রায় ছয় হাজার মানুষ এই অন্নকূট অনুষ্ঠানে অংশগ্রহণ করে বলেও খবর। মূলত বছরের বিশেষ বিশেষ সময়ে এই আশ্রমে অনুষ্ঠিত হয় বিভিন্ন ধরনের অনুষ্ঠান। পাশাপাশি থাকে নানা প্রশিক্ষণেরও ব্যাবস্থা।