BREAKING

Wednesday, 30 November 2022

দলীয় কার্যালয়ে ঢুকে CPIM নেতাকে মারধর, প্রতিবাদে বাউড়িয়া থানা ঘেরাও

নিজেস্ব প্রতিবেদন, উলুবেড়িয়া: গত মঙ্গলবার বিকাল ৫ টা নাগাদ বাউড়িয়ার বৌলখালিতে অবস্থিত CPIM এর দলীয় কার্যালয়ে ঢুকে সিপিএম নেতা দিলীপ মন্ডলকে মারধর করে কয়েকজন দুষ্কৃতী। এমনি অভিযোগ সিপিআইএম নেতৃত্বের। আর সেই মারধরের অভিযোগ জানিয়ে গত মঙ্গলবার বাউড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়েক করে স্থানীয় সিপিএম নেতৃত্ব। এদিকে নাম দিয়ে অভিযোগ জানানোর পরেও এখন পর্যন্ত পুলিশের হাতে অধরা দুষ্কৃতী।

আর তারই প্রতিবাদে ও ঘটনায় জড়িতকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বুধবার বাউড়িয়া থানা ঘেরাও করলো CPIM কর্মীরা। এদিন বিকালে বাউড়িয়ার ফোর্টগ্লাসটার থেকে জমায়েতের মধ্যে দিয়ে মিছিল করে বাউড়িয়া থানা ঘেরাও করে সিপিএম নেতা কর্মীরা। থানার সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি সিপিএমের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি তুলে দেয় বাউড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে

মূলত চার দফা অভিযোগের ভিত্তিতে এই স্মারকলিপি তুলে দেয় তারা। আর CPIM এর এদিনের এই থানা ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন, CPIM হাওড়া জেলা সম্পাদক মন্ডলীর সদস্য নবীন ঘোষ, সাবির উদ্দিন মোল্লা, সিটুর জেলা সভাপতি সামসুল মোল্লা, কেশব কোলে, মনোজ ব্যানার্জী, সৌমেন বাগ সহ অন্যান্যরা। অন্যদিকে সিপিএমের এই থানা ঘেরাও কর্মসূচি ঘিরে পুলিশী নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা বাউড়িয়া থানা চত্বর।