নিজেস্ব প্রতিবেদন, উলুবেড়িয়া: শ্যামপুরের হোগলাশী মোড়ে বিদ্যুতের শর্টসার্কিট থেকে ভয়াবহ আগুন। জানা যায় বুধবার দুপুর ২ টো নাগাদ হঠাৎই আগুন ধরে একটি ইলেকট্রনিকের দোকানে। আর এর পরেই আগুনের ভয়াবহ লেনিহান শাখা গ্রাস করে পার্শ্ববর্তী আরো ৮ টি দোকানে। এদিকে আগুন দেখতে পেয়ে প্রথমে আগুন নেভানোর কাজে হাত দেয় স্থানীয়রা। পরে আগুন লাগার কথা শুনে ঘটনাস্থলে এসে পৌঁছায় শ্যামপুর থানার পুলিশ। এসে উলুবেড়িয়া থেকে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। এদিকে আগুনের লেলিহান শিখায় সম্পূর্ণভাবে ভস্মিভূত হয়ে যায় আটটি দোকান, এর মধ্যে দুটি রেষ্টুরেন্টের দোকান ছিল।
আর আগুন লাগার কারণে রেস্টুরেন্টের দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। আর তার পরেই পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে বলে জানায় স্থানীয়রা। এদিকে ঘটনাস্থলে দমকল পৌঁছে তাদের প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে সম্পূর্ণ ভাবে ভস্মীভূত হয়ে গেছে নয়টি দোকান। তবে ঠিক কিভাবে আগুন লাগলো তার এখনো প্রকৃত কারণ জানা যায়নি। পাশাপাশি জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও।