ডেস্ক রিপোর্ট: অবশেষে সাধারণ মানুষের জন্য খুলে গেল দেশের প্রথম থ্রিডি তারামণ্ডল, হাওড়া তারা মন্ডল। বৃহস্পতিবার ১ লা ডিসেম্বর থেকে সাধারণ মানুষের জন্য খুলে গেল এই তারা মণ্ডল। রাজ্য সরকারের উদ্যোগে হাওড়া শরৎ সদন চত্ত্বরে প্রায় ১৪ কোটি টাকা ব্যায়ে তৈরি হয়েছে এই তারা মণ্ডলটি। আপাতত প্রতিদিন তিনটি করে শো হবে এই তারা মন্ডল। জানা গেছে প্রতিদিন দুপুর তিনটে, বিকাল চারটে ও বিকাল পাঁচ টায় শুরু হবে হাওড়া তারা মন্ডলের শো।
পাশাপাশি হিন্দি, ইংলিশ ও বাংলা ভাষায় হবে এই থ্রিডি তারা মন্ডলের শো। আর এই তারা মণ্ডলে প্রবেশের জন্য ছোটদের ৭০ টাকা ও বড়দের ১২০ টাকা টিকিট মূল্য ধার্য করা হয়েছে। আর এখানে প্রবেশ করলে দেখা যাবে মহাকাশের নানা জিনিস।