BREAKING

Wednesday, 23 November 2022

রঘুদেবপুরে শুরু হলো তৃণমূল কংগ্রেসের "চলো গ্রামে যাই" কর্মসূচি

নিজেস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া: আগামী বছরেই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনের আগে আসরে শাসক থেকে বিরোধী সব দল। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির মধ্যে দিয়ে জন সংযোগে মেতেছে বিভিন্ন রাজনৈতিক দল। আর সেই জন সংযোগের অঙ্গ হিসাবে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছে চলো গ্রামে যাই কর্মসূচির। আর তারই অঙ্গ হিসাবে বুধবার উলুবেড়িয়া-২ নম্বর ব্লকের রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় শুরু হলো মহিলা তৃণমূল কংগ্রেসের চলো গ্রামে যাই কর্মসূচি।

এদিন তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে কথা বলেন সাধারণ মানুষের কাছে। শোনেন তাদের অভাব অভিযোগের কথা। আর এদিনের এই কর্মসূচি ও জন সংযোগে নেতৃত্ব দেন উলুবেড়িয়া পূর্ব মহিলা তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্বের পাশাপাশি উলুবেড়িয়া পৌরসভার একাধিক ওয়ার্ডের মহিলা কাউন্সিলরাও।