নিজস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া: ১৬ নম্বর জাতীয় সড়কে আবারও মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তিন জনের। জানা গেছে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ১৬ নম্বর জাতীয় সড়কের উলুবেড়িয়ার মনসাতলা ফ্লাই ওভারে ঘটে দুর্ঘটনাটি। সূত্রের খবর, এদিন উলুবেড়িয়ার দিক থেকে রানীহাটি জানা বাইকে করে যাচ্ছিল উলুবেড়িয়ার নিমদিঘির তিন যুবক। সেই সময় মনসাতলা ফ্লাই ওভারে নামার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পিছনে ধাক্কা মারে ওই বাইকটি। আর এর পরেই জাতীয় সড়কে ছিটকে পড়ে তিন যুবক।
তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তিন জনকেই মৃত বলে ঘোষণা করেন। জানা যাচ্ছে দুর্ঘটনায় মৃতরা হলেন সেখ মনতাজুল (২৪), সেখ বাবর আলি(২৫) ও সেখ শরিফুল(২৭)। তিন জনই উলুবেড়িয়া পৌরসভার-২৮ নম্বর ওয়ার্ডের নিমদীঘি সেখপাড়ার বাসিন্দা।