BREAKING

Friday, 18 March 2022

দোলযাত্রা উপলক্ষে ভক্ত সমাগমে মুখরিত মায়াপুর ধাম


ওয়েব ডেস্ক :- মায়াপুরে শ্রী চৈতন্যদেবের জন্মস্থান যোগপীঠ সহ ইসকন, গৌড়ীয় মঠ, চৈতন্য মঠ, চৈতন্য সারস্বত মঠ, গৌড়ীয় দেবানন্দ মঠ সহ একাধিক মঠ-মন্দিরে চলছে নাম সংকীর্তন ও হরিনাম যজ্ঞ মূলত সন্ধ্যেয় ও রাত্রির সন্ধিক্ষণে ভগবান শ্রী চৈতন্যদেব জন্মেছিলেন। চৈতন্যদেব যে বৃক্ষের নিচে জন্মগ্রহণ করেছিলেন সেই নিম গাছের নিচে আবির দিয়ে পুজো দিয়ে পায়েস দিয়ে বিভিন্ন জায়গা থেকে আগত ভক্তরা পুজো নিবেদন করছেন। সন্ধ্যেবেলায়  ভগবান শ্রী চৈতন্যদেবকে সমস্ত মঠ-মন্দিরে অভিষেক করানো হবে।