BREAKING

Friday, 18 March 2022

শান্তিনিকেতনে সূচনা হলো বসন্ত উৎসবের


ওয়েব ডেস্ক :- বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য  অংশ হল বসন্ত উৎসব। আর বসন্ত উৎসব মানেই আমাদের মনে শান্তিনিকেতনের নাম আসে। শান্তিনিকেতনে বসন্ত উৎসব বহু যুগ ধরেই চলে আসছে। শোনা যায়, ১৯০৭ সালের, ১৭ ফেব্রুয়ারি  শমীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে সেখানে বসন্ত পঞ্চমীতে ঋতু উৎসব পালিত হয়েছিল।  শান্তিনিকেতনে বসন্তোৎসবের সূচনা বলে মনে করা হয় সেই সময় থেকেই। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি এবং বাঙালির অনেক আবেগ জড়িয়ে রয়েছে তার সাথে।