নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা : বৃষ্টি জেন পিছু ছাড়ছেনা বঙ্গবাসীর। আগামী সপ্তাহে বঙ্গে আবারও বৃষ্টির পূর্বাভাস দিলো হাওয়া অফিস। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী সপ্তাহের সোম ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।
মূলত বাংলা ঝাড়খণ্ডের উপরে সৃষ্টি হওয়া পশ্চিমী ঝঞ্ঝা, আর তার জেরেই বঙ্গোপসাগরের উপরে তৈরি হতে পারে একটি উচ্চ চাপ বলয়। আর এই দুইয়ের জেরেই আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গে।
অন্যদিকে এই ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার কারণে আগামী কয়েকদিন রাজ্যে বাড়তে পারে তাপমাত্রার পারদ। জানা গেছে তার জেরে তাপমাত্রা বেড়ে পৌঁছাতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর এই বৃষ্টির পর রাজ্যের দক্ষিণবঙ্গের জেলা গুলিতে দু একদিন শীতের আমেজ থাকলেও। তার পরেই আস্তে আস্তে বঙ্গ থেকে বিদায় নেবে ঠান্ডা।
অন্যদিকে এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলা, দুই ২৪ পরগণা, হুগলী, হাওড়া, দুই মেদিনীপুর ও পুরুলিয়ার একাংশে আগামী সোম ও মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে রাজ্যে প্রতি মাসে বৃষ্টির জেরে বাড়ে বারেই ক্ষতির মুখে পড়ছে ফুল সহ একাধিক সবজি চাষও।