নিজেস্ব প্রতিনিধি, অজানা বাংলা: করোনার তৃতীয় ঢেউয়ে দীর্ঘদিন বন্ধ থাকার পর। পশ্চিমবঙ্গ সরকারের সুপারিশ ক্রমে রাজ্যে চালু হয় লোকাল ট্রেন পরিসেবা। যেখানে ভোর ৫ টা থেকে রাত্রী ১০ টা পর্যন্ত চালু হয় লোকাল ট্রেন পরিসেবা।
আর এবার আগের পুরানো নিয়মেই রাজ্যে চালু হতে চলেছে লোকাল ট্রেন পরিসেবা। জানা যাচ্ছে আগামী কাল অর্থাৎ শুক্রবার থেকে আগের পুরানো সময় সূচী অনুযায়ী চলবে শেষ লোকাল ট্রেন। তবে দিনের প্রথম ট্রেন কিন্তু চালু হবে এখনের মতোই নিয়মে ভোর পাঁচটা পর্যন্ত।