BREAKING

Wednesday, 16 February 2022

বাংলা ঝাড়খন্ড সীমান্তের ডুবুরি চেকপোস্টের কাছে ট্রাকের ভেতর থেকে উদ্ধার চালকের মৃতদেহ


রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : বাংলা-ঝাড়খন্ড সীমান্তের ডুবুডি চেকপোস্টের সামনে বুধবার এক ট্রাক থেকে উদ্ধার হলো চালকের মৃতদেহ। জানা গেছে ঝাড়খন্ড  থেকে আগত একটি কয়লা বোঝায় ট্রাকের মধ্যে থেকে উদ্ধার হয় চালকের মৃতদেহ।

আর এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এদিকে এঘটনার  খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌছায় আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ। আর তারই এসে মৃত দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় আসানসোল জেলা হাসপাতালে। 

যদিও ওই ট্রাকটিতে বৈধ কয়লা বোঝাই ছিলো বলে যানা যায়।পাশাপাশি মৃত ওই ট্রাক চালকের নাম রাধেশ্যাম যাদব  বয়স আনুমানিক (৭৫) বছর বলে অনুমান। সে ঝাড়খণ্ডের ধানবাদের বাসিন্দা বলে জানা গেছে। তবে কিভাবে চালকের মৃত্যু হলো তা ইতিমধ্যে ক্ষতিয়ে দেখছে পুলিশ।