BREAKING

Wednesday, 16 February 2022

৫১ সতী পীঠের পুজোতে বাংলার বিখ্যাত অভিনেতা সোহম চক্রবর্তী

রোহিত সেখ , লাভপুর , বীরভূম : ৫১ সতীপীঠের মধ্যে অন্যতম পীঠ লাভপুরের ফুল্লারাতালা, ৫১ সতীপীঠের মধ্যে ৫ টি পীঠ লাল মাটির দেশে। বোলপুরের কঙ্কালীতলা, দুবরাজপুরের বক্রেশ্বর, নলহাটির নলাটেশ্বরী, লাভপুরের ফুল্লরা, সাঁইথিয়ার নন্দিকেশ্বরী এই পাঁচটি সতীপীঠ রয়েছে।  লাভপুর ফুল্লরা তলায় বাৎসরিক মাঘী পূর্ণিমা থেকে ফুল্লোরা তলায় বাৎসরিক পুজো শুরু হয়। সেই পুজো হওয়ার জন্য মেলার আয়োজন করা হয়।

আর বুধবার থেকে শুরু হল এই মেলা। এ বছর ১২৩ তম বছরে পড়লো এই মেলা। প্রতি বছরের মতো এ বছর ও চলছে মেলা আজ বুধবার থেকে শুরু হয়েছে। আর টানা দশ দিন চলবে এই মেলা। আর এদিনের এই অনুষ্ঠানে মানুষদের দাবি ছিল সোহমের গলার গান শোনার, অভিনেতা সে কথা জানতে পেরে নিজেই গান গেয়ে শোনালেন।

লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিনহার উদ্যোগে এ বছর চলবে ১০ দিনের মেলা। বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান ছো নাচ, বাউল গানের মধ্য দিয়ে চলবে অনুষ্ঠান। এদিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলার বিখ্যাত অভিনেতা সোহম চক্রবর্তী। অভিনেতা কে দেখতে মানুষের ভীড় ও উচ্ছ্বাস উপচে পড়ে।

এদিন কয়েক হাজার মানুষের জন্যে মৎসবের রান্না করা হয়। এদিন উপস্থিত ছিলেন, বাংলার বিখ্যাত অভিনেতা ও চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী,  লাভপুরে বিধায়ক তথা বীরভূম জেলার মেন্টর অভিজিৎ সিনহা, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা , বোলপুর লোকসভার সংসদ অসিত মাল , সিউড়ির বিধায়ক তথা বীরভূম জেলার সভাধিপতি বিকাশ রায়চৌধুরী ও অন্যান্য নেতৃত্ব।