নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা: পশ্চিমী ঝঞ্ঝা ও বঙ্গোপসাগরের উপর সৃষ্টি হওয়া উচ্চ বলয়ের জেরে গত কয়েকদিন ধরেই রাজ্যে বাড়ছে তাপমাত্রার পারদ। আর সেই দুইয়ের জোড়া ফলায় গতকাল রবিবার দুপুরের পর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টি পাতের খবর মেলে।
এরই মাঝে আজ সোমবার সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। কলকাতা সহ লাগোয়া হুগলী, হাওড়া, পূর্ব মেদিনীপুর ঢেকেছে ঘন কুয়াশার চাদরে। কুয়াশার জেরে কমেছে পরিবেশের দৃশ্য মান্যতা। ফলে স্বাভাবিক ভাবেই সমস্যায় পড়েছে সাধারণ মানুষ থেকে গাড়ির চালকেরা।
এদিকে ঘন কুয়াশার কারণে জাতীয় সড়কের পাশাপাশি খুব শ্লথ ভাবে গাড়ি চলাচল করছে রাজ্য সড়ক গুলিতেও। এদিকে দৃশ্যমন্যতা কম থাকার কারণে দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রায় সমস্ত গাড়ীই চলাচল করছে গাড়ির হেড লাইট জ্বালিয়ে।
এদিকে জানা গেছে ভোরের দিকে কুয়াশার দাপট কম থাকলেও। বেলা যত বেড়েছে কুয়াশার দাপটও ততো বেড়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।